বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হক বলেছেন, ‘আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি সেটেলড বিষয়। এখানে সংস্কারের কোনও অবকাশ নেই। যারা এই আজগুবি নির্বাচনি পদ্ধতির দাবি করছেন তারা হয়তো সরল মনে না বুঝে তা দাবি করছেন। আর না হয় ভারতীয় ষড়যন্ত্রে জড়িত হয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই এমন দাবি করছেন।’
সোমবার (১৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারতের ফরমায়েশি নির্বাচন পদ্ধতি ‘আনুপাতিক নির্বাচনের’ দাবির তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছেন মাওলানা একে এম আশরাফুল হক।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ আগামীতে বাংলাদেশের কোথাও কোনও আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনও প্রার্থী বিজয়ী হওয়ার কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে। যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এদেশের জনগণ কখনও মেনে নেবে না।’
এ সময় তিনি ভারতের প্রেসক্রিপশনে এদেশে আর কিছু চলবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।