[ad_1]
শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে রবিবার (১০ নভেম্বর) আওয়ামী লীগের গণজমায়েতকে মোকাবিলা করতে মিরপুরে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৯ নভেম্বর) রাত পৌনে ১০টায় মিরপুরের প্রধান সড়কে এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় রবিবার সকাল ৯টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা মাঠে থাকার কথা জানান তারা।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. সায়েম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পল্লবীতে আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছে। গুপ্তভাবে তারা বিভিন্ন জায়গায় থেকে বের হবার চেষ্টা করছে, তাই আমাদের এই বিক্ষোভ মিছিল।
তিনি বলেন, আমার ভাই মরেছে, বোন মরেছে। তাদের রক্তের উপর দিয়ে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবো না। আওয়ামী লীগ যেখানে নামুক না কেন আমরা তাদের প্রতিহত করবো।
[ad_2]
Source link