Homeরাজনীতিএই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়: বাহাউদ্দিন নাছিম

এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়: বাহাউদ্দিন নাছিম

[ad_1]

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘অবৈধ দখলদাররা দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়।’

শুক্রবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে একটি জবরদখলকারী গোষ্ঠী রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করে এবং শত শত লাশের ওপর দাঁড়িয়ে চক্রান্তের মাধ্যমে অবৈধভাবে সরকার গঠন করে। মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে পুলিশ বাহিনীর সদস্যসহ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে।’

বিবৃতিতে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি রাজনৈতিক স্বাধীনতা অর্জন করেছিল। আর তাঁরই কন্যার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জনের পথে ছিলাম আমরা। কিন্তু দেশবিরোধী-গোষ্ঠী কখনোই চায়নি, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাঙালি জাতি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে স্বীকৃতি পাক। স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তি বারবার বাংলাদেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। বাংলাদেশ যখন স্বাধীনতার স্বপ্নসাধ অর্জনের দ্বারপ্রান্তে ছিল তখনই এই অপশক্তি দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত দেশের মানুষের ভাগ্যোন্নয়নের সরকারের পরিবর্তন ঘটায়।’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার মানুষের কণ্ঠরোধ করার জন্য দানবীয় প্রতিমূর্তি ধারণ করেছে। দেশের জনগণের প্রতি তাদের কোনও দায়বদ্ধতা নেই। জনগণের কল্যাণের বিপরীতে তারা প্রতিনিয়ত গণবিরোধী কার্যক্রম করে চলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে মানুষের যাপিত জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মব সন্ত্রাসের মাধ্যমে মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’

আওয়ামী লীগের এই নেতা দাবি করেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে, নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। যা গণহত্যার শামিল। অথচ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং ১৪ দলসহ অন্যান্য নেতাদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বাছ-বিচারহীনভাবে গণগ্রেফতার করা হচ্ছে। পাবলিক প্লেসে যত্রতত্র নারীকে হেনস্তা করা হচ্ছে।’

তিনি বলেন, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ নয়। আমাদের কাঙ্ক্ষিত মাতৃভূমি গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনার প্রত্যয়ে দীপ্ত দেশপ্রেমিক সব মানুষকে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চলমান রাখার আহ্বান জানাচ্ছি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত