Homeরাজনীতিএকাত্তরে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে: দুদু

একাত্তরে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে: দুদু

[ad_1]

১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু বলেন, ‘এক শ্রেণির মানুষ বলছে-জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। খুঁজে দেখুন-এ কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে, যারা ১৯৭১ সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট ২-৩ শতাংশের বেশি নয়। তাঁরা আগে ইসলামী বিপ্লবের কথা বলত, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে। তবে সুস্থ নির্বাচন চায় না।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘তারা ব্যাংক, কোচিং সেন্টার এমনকি বিশ তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরও সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্রপ্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী সব সময়ই স্বপ্ন দেখে যে, এক মাসের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ-অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকারপ্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধুমাত্র সাম্প্রতিক ঘটনাপ্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, ‘ছাত্রদের কাঁধে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ ও আন্দোলনকারীদের হেয় করবেন না। তাহলে দেশ টিকে থাকবে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসেন, যারা গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন, তাদের সতর্ক থাকতে হবে ও ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় যারা থাকে, তারা সহজে ক্ষমতা ছাড়তে চায় না। তারা বুঝতেও চায় না যে, ক্ষমতা আঁকড়ে রাখা তাদের কাজ নয়।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত