Homeরাজনীতিএ বছরের মাঝামাঝিই নির্বাচন চায় বিএনপি

এ বছরের মাঝামাঝিই নির্বাচন চায় বিএনপি

[ad_1]

চলতি বছরের মাঝামাঝিই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। শিগগির বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই দাবি সামনে আনবে দলটি। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্র বলেছে, বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা-চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। তাঁরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের উচিত, স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা। স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির নেতারা এমন অভিমত দিয়েছেন। সভা-সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এই দাবিকে শিগগির সামনে আনার কথা বলেছেন তাঁরা।

ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ঘটনায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তাঁরা অভিমত দেন, রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো নির্বাচিত সরকার থাকলে তারা কোনোভাবে জনগণের দুর্ভোগ বাড়ানোর কারণ হয়ে দাঁড়াত না। তারা জনঘনিষ্ঠ এবং দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত পণ্যে এভাবে ভ্যাট-ট্যাক্স বাড়াত না।

এ ছাড়া বৈঠকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়েছে। কোনো কোনো নেতা বলেন, ‘ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হওয়া আমাদের জন্য সুখবর। তিনি এখন ভালো আছেন।’

এদিকে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত