Homeরাজনীতিকুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, অভিযোগ ঢাবি ছাত্রদলের

কুয়েটে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে, অভিযোগ ঢাবি ছাত্রদলের

[ad_1]

কুয়েটে ফরম বিতরণকালে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে এমন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ডাস ক্যাফেটেরিয়া সংলগ্ন এলাকায় এই সমাবেশ করে ছাত্রদল। 

প্রতিবাদ সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে একটা গুপ্ত সংগঠন মব তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে বিতর্কিত করার চেষ্টা করছে। কুয়েটে শান্তিপূর্ণভাবে ছাত্রদলের ফরম বিতরণকালে গুপ্ত সংগঠনের নেতারা মব তৈরি করে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগষ্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দুই মাস যারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চাই না বলে বিভিন্ন সময় মিছিল করেছিল, তারাই এখন ক্যাম্পাসে বিভিন্ন নামে বেনামে সংগঠনের দোকান খুলে বসে আছে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি গুপ্ত সংগঠন একের পর এক মব ক্রিয়েট করে যাচ্ছে। তারা মনে করছে তারা ‘মেধাবীর সর্বোচ্চ আসন’ আরোহন করে। কিন্তু প্রকৃত শিক্ষার্থীরা বুঝে গেছে মব সৃষ্টি করে কোনও ধরনের ‘গুপ্তবৃত্তির চর্চা’ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না।

গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা, মামলা, গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছি, অন্য কোনও দল এককভাবে এত হামলা, মামলা, গুম, খুনের শিকার হয়নি। কিন্তু তারপরও পাঁচ আগস্টের পর আমরা কোনও ক্রেডিট নিইনি। ছাত্রদল কোনও দিন ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না। 

তিনি আরও বলেন, কিছুদিন আগে ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে মব সৃষ্টি করা হয়েছিল। ওই নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের বিরুদ্ধে দোষারোপ করছে — ছাত্রদল ডাকসু নির্বাচন চায় না। আমাদের প্রাণের দাবি ডাকসু নির্বাচন। ইতোমধ্যে আমরা আমাদের প্রস্তাব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছি।  

সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যে অধিকার আদায়ের জন্য ছাত্রদল গত ১৭ বছর ধরে এত ত্যাগ স্বীকার করেছে, সেই রাজনৈতিক অধিকার আদায়ের জন্য যখন ছাত্রদলের নেতাকর্মীরা কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করতে গেলো তখনই একটি কুচক্রী মহল, গুপ্ত সংগঠন নামে বেনামে ছাত্রদলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। কুয়েটে আমাদের নেতাকর্মীরা যখন কার্যক্রম শেষে ক্যাম্পাস ত্যাগ করছিল তখনই মূল ফটকের সামনে এসে একটি গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের নামে নেতাকর্মীদের ওপর হামলা করে, রক্ত ঝরায়। এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ক্যাম্পাসে হলে হলে সুশৃঙ্খলভাবে মেধা দিয়ে শান্তিপুর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। এরপর আবার যদি কেউ ছাত্রদলকে নিয়ে কোনও ষড়যন্ত্র করে তাহলে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবো। আপনারা আর কোনও পাতানো ফাঁদে পা দেবেন না। যারা ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র শুরু করেছে আমরা মেধা দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেবো।

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শাওন বলেন, কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে একটা আত্মপরিচয় সংকটে ভোগা সংগঠনের নেতারা মব সৃষ্টি করে নৃশংস হামলা চালায়। এই হামলা অত্যন্ত নিন্দাজনক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিস্ট হাসিনার সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত। হাসিনা পরবর্তী সময়ে তাদের বিতর্কিত করতে গুপ্ত সংগঠন নামে বেনামে সাধারণ শিক্ষার্থীদের নাম ধারণ করে উঠে পড়ে লেগেছে।

এ সময় নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত