Homeরাজনীতিগণফোরামের নতুন সভাপতি মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক মিজানুর

গণফোরামের নতুন সভাপতি মোস্তফা মন্টু, সাধারণ সম্পাদক মিজানুর

[ad_1]

ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দলটির সপ্তম জাতীয় সম্মেলন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুভ উদ্বোধন করেন শহিদুল ইসলাম ভূঁইয়া (আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়ার বাবা)। সভাপতিত্ব করেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে বিকাল ৩টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে উত্থাপিত সাংগঠনিক প্রস্তাব, রাজনৈতিক প্রস্তাব ও অর্থবিষয়ক প্রস্তাবের উপর বিভিন্ন জেলা ও উপজেলার নেতারা আলোচনা করেন। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনি কমিটি গঠিত হয়। নির্বাচনি কমিটির সর্বসম্মতিক্রমে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কাউন্সিলররা করতালির সঙ্গে দুই হাত তুলে নতুন কমিটিকে সমর্থন ও স্বাগত জানান।

নির্বাচনি অধিবেশনে সভাপতিত্ব করেন সগির আনোয়ার। নির্বাচনি কমিটির পক্ষে নতুন কমিটির সদস্যদের নাম পড়ে শোনান সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

নতুন কমিটিতে সভাপতি পরিষদ সদস্য হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা এস এম আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, নিলেন্দু দেব ,  গোলাম হোসেন আবাব, কাজী মেজবাহ উদ্দিন, মোহাম্মদ আলী বাদল। কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান।

সম্পাদক পরিষদে আছেন, আয়ুব খান ফারুক, মো. ইয়াছিন, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মুহাম্মদ রওশন ইয়াজদানী, এ কে এম রায়হান উদ্দিন, আলীনূর খান বাবুল, শরীফুল ইসলাম সজল, মো. নাজমুল ইসলাম সাগর, মামুনূর রশিদ মামুন, মির্জা হাসান, মুহাম্মদ উল্লাহ মধু, আব্দুল হামিদ মিয়া, বিশ্বজিৎ গাঙ্গুলী, মোশারফ হোসেন তালুকদার, তাজুল ইসলাম, রনজিদ সিকদার, আজিজুর রহমান ভূঁইয়া মজনু, সানজিদ রহমান শুভ, আজাদ হোসেন, বকুল ইমাম, মোমেনা আহমেদ মুমু, খনিয়া খানম ববি, মো. আশরাফুল ইসলাম, তৌফিকুল ইসলাম পলাশ, মো.আলী লাল, মো. সাইফুল ইসলাম, মো. মজিবুর রহমান শিবলু, মাহফুজুর রহমান মাসুম ও ফারুক হোসেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত