Homeরাজনীতিজাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪০ সদস্য

জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হলেন আরও ৪০ সদস্য

[ad_1]

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে সদস্য আরও ৪০ জন বাড়ানো হয়েছে। দুই ধাপে সদস্য বাড়ানোর পর কেন্দ্রীয় কমিটির এখন মোট সদস্য সংখ্যা ১৪৭।

বুধবার (১৮ ডিসেম্বর) নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি বর্ধিতকরণের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ৪০ জনকে যুক্ত করে ‘কেন্দ্রীয় সদস্য’ মোট ১৪৭ জনে উন্নীত করা হল।

নাগরিক কমিটির নতুন সদস্যরা হলেন, আজাদ খান ভাসানী, ফারিবা হায়দার,তারিক আদনান মুন, টিনা নন্দী, রুম্মানা জান্নাত,খান মুহাম্মদ মুরসালিন, মোস্তাক আহমেদ (শিশির), তাওহীদ তানজিম, অঞ্জলী সরেন, আফসানা ছপা, মীর হাবীব আল মানজুর, সাইয়েদ জামিল, সাদ্দাম হোসেন, মীর লোকমান, রিপা কুণ্ডু, মাহমুদুর রহমান শুভ্র, ফারিহা সুলতানা অমি, সাকিব শাহরিয়ার, আবদুল্লাহ আল মানসুর, বেলাল আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আবুল বাশার, ইমন সৈয়দ, সৈয়দ ফরহাদ, রহমত উল্লাহ, ডা. মনিরুজ্জামান, তাহিয়াতুন মরিয়ম, মাহবুব আলম, আজাদ আহমেদ পাটোয়ারী, কাজী আশরাফুর রহমান, নফিউল ইসলাম, তাহসীনা মেহরীন অনিন্দিতা, ড. জাহেদুল ইসলাম, তামিম আহমেদ, মুনতাসীর মাহমুদ, তুহিন মাহমুদ, শওকত আলী, মো. আবদুর রহমান, আবদুল্লাহ মাসুদ সুইট, সাবিত আল হাসান ও ঋয়াজ মোর্শেদ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত