Homeরাজনীতিজিন-ভূতেরা শেখ হাসিনাকে নেতা বানিয়েছিল: সেলিম উদ্দিন

জিন-ভূতেরা শেখ হাসিনাকে নেতা বানিয়েছিল: সেলিম উদ্দিন

[ad_1]

জিন-ভূতেরা ভোট দিয়ে শেখ হাসিনাকে নেতা বানিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপুরা থানা উত্তরের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রামপুরা বনশ্রীর বি ও সি ব্লকের মধ্যবর্তী রাস্তায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সাইমুম শিল্পগোষ্ঠী সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করে।

সেলিম উদ্দিন বলেন, ‘শেখ হাসিনা নিজেকে গণতন্ত্রের মানসকন্যা দাবি করে বলত, আমি জনগণের ভোটে বিশ্বাস করি। কিন্তু দিনের ভোট আগের রাতে হয়ে যেত। শুধু জিন-ভূত আর মরা মানুষ ছাড়া আগের দিন রাতে ভোট দিতে বাংলাদেশের কোনো মানুষ যেত না। জিন-ভূতেরা ভোট দিয়ে তাঁকে নেতা বানিয়েছিল।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির বলেন, ‘সকল প্রকার আধিপত্যবাদী শক্তির থাবা থেকে বাংলাদেশের মাটিকে হেফাজত করার জন্য আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আধিপত্য শক্তি তাদের ক্রীড়নককে শক্তিতে বসিয়ে ভেবেছিল, বাংলাদেশকে কিনে নিয়েছে। তারা জানে না, বাংলাদেশের মানুষ কতটা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। সময়ের সিদ্ধান্ত সময়ে কীভাবে নিতে পারে তা তারা জুলাই-আগস্টে ৩৬ দিনে প্রমাণ করে দেখিয়েছে। বিগত ৩৬ জুলাইয়ের আন্দোলন ভিন্ন প্যাটার্নের আন্দোলন, এটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছে।’

স্বাধীনতার পর যে শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল তারা জাতির মূল্যবোধের বিরুদ্ধে ছিল উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, স্বাধীনতার পর গত ৫৩ বছর যে শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল তারা জাতির সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমান, আকিদা, মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাঁদের ওপর আল্লাহর লানত পড়বে না তো কার ওপর পড়বে?’

তিনি আরও বলেন, ‘জনগণ সাক্ষী, সাড়ে ১৫ বছর জামায়াতে ইসলামি তাদের মাইরের ওপর ছিলাম। সকালে এই খানে পিটাইছে, বিকেলে আরেক জায়গায় মিছিল বের করেছি। একদিনের জন্য আমরা গাঁ ঢাকা দিই নাই। কারণ আমাদের ইমান ছিল।’

কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন—মায়াতে ইসলামী রামপুর থানার আমির ফজলে আহমদ ফজলু, সেক্রেটারি হাফিজুর রহমান, বাড্ডা দক্ষিণ থানার আমির আব্দুর সবুর ফরহাদ, জোন পরিচালক অ্যাডভোকেট মোল্লা নাজিম উদ্দিন, রামপুরা থানার সাবেক আমির মোস্তাফিজুর রহমান প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত