Homeরাজনীতিজুবায়েরপন্থিদের সমাবেশ ‘রাজনৈতিক শোডাউন’, কাল সংবাদ সম্মেলন সাদপন্থিদের

জুবায়েরপন্থিদের সমাবেশ ‘রাজনৈতিক শোডাউন’, কাল সংবাদ সম্মেলন সাদপন্থিদের

[ad_1]

তাবলিগ, কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দেশের শীর্ষ আলেম-ওলামার মহাসম্মেলনকে ‘রাজনৈতিক শোডাউন’ বলে মনে করে তাবলিগের সাদপন্থি অনুসারীরা। এই সমাবেশ নিয়ে বুধবার (৬ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন তারা।

এদিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন সাদপন্থি আলেমরা। হক্কানী উলামা মাশায়েখ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি শফিউল্লাহ শাফী মাক্কী ও সাধারণ সাথীদের পক্ষে তৌহিদুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত সমাবেশ নিয়ে বাংলাদেশে মাওলানা সাদের অনুসারীদের মিডিয়া সমন্বয়ক মুহাম্মাদ আবু সায়েম বলেন, ‘আমরা মূল ধারার মেহনত করি। আমরা কাউকে হুমকি দিতে চাই না।’

গণমাধ্যমে আবু সায়েম দাবি করেন, ‘এটা নিছক একটি রাজনৈতিক শো-ডাউন। সামনের নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদের জড়ো করে তারা সরকারকে চাপে ফেলতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাচ্ছে। তাবলিগের এই মোবারক মেহনতের সঙ্গে এই ছাত্ররা এখনও সম্পৃক্ত নয়। এই রাজনৈতিক নেতাকর্মীরাও নয়। যারা তাবলিগে সময় লাগান, চিল্লা দেন তাদের উপস্থিতি নেই। অথচ মাদ্রাসাগুলো থেকে ছোট ছোট শিশু ছাত্রদেরও নিয়ে আসা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত বৈঠকে শেষে তাবলিগের মাওলানা সাদ কান্ধলভির অনুসারী মাওলানা মুয়াজ বিন নূর বলেন, ‘আমরা টানা সাত বছর তাবলিগের মাঠসহ বিভিন্ন বিষয় নিয়ে বঞ্চিত হচ্ছি। যারা আমাদের এতদিন বাধা দিয়ে আসছেন তাদের (মাওলানা মোহাম্মদ যোবায়ের অনুসারী দল) মন্ত্রণালয় থেকে দাওয়াত দেওয়া হলেও তারা আসেনি। তারা বাংলাদেশে এই বৈষম্য সৃষ্টি করে রেখেছে। এই না আসার মধ্যে দিয়ে তারা সরকারকে অবজ্ঞা করেছে। তারা বুঝাতে চেয়েছে তারা যা ইচ্ছা তাই করবে।’

উল্লেখ, সোমবার (৪ নভেম্বর) বৈঠকে জুবায়েরপন্থিরা উপস্থিত না থাকলেও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ইজতেমার দিনক্ষণ জানান। তিনি উল্লেখ করেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

মঙ্গলবার মহাসমাবেশ থেকেও ইজতেমার একই দিনক্ষণ রাখা হয়েছে। তবে সাদপন্থিদের অংশগ্রহণ করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সরকারের কাছে দাবিও জানিয়েছেন আলেমরা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত