Homeরাজনীতিজুলাই-আগস্টের আহতদের জন্য ৫ লাখ টাকা দিলো বিএনপি

জুলাই-আগস্টের আহতদের জন্য ৫ লাখ টাকা দিলো বিএনপি

[ad_1]

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) জুলাই-আগস্টের আন্দোলনে আহত রোগীদের জন্য ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হাসপাতালে রোগীদের দেখতে এসে একথা জানান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহম্মেদ।

সালাহউদ্দিন আহম্মেদ বলেন, আমরা গতকাল শুনেছি যে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন, সবার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। বৃটিশ রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও দেখা করতে পারেননি। যার জন্য রোগীদের মাঝে একটু অসন্তোষের সৃষ্টি হয়। আমরা কথা বলে জানলাম আন্দোলনে যারা গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা, আর্থিক সহয়তা পাননি। তাদের নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো ১ লাখ টাকা করে দেওয়ার, তারা সেটা পাননি। আমরা অনুরোধ করছি সরকারের কাছে, যারা দ্বায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা দ্রুত পৌঁছে দেন।

তিনি বলেন, গত রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেটা এখনি আমাদের দলের স্বাস্থ্য সম্পাদক ডা. রফিক সাহেবের হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন তা বিতরণ করবেন।

বিএনপি এই সহয়তা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

গভীর রাতে বিক্ষোভরত আহতদের কাছে চার উপদেষ্টা, দাবি পূরণের আশ্বাস

উপদেষ্টা ‘কথা না বলায়’ ক্ষুব্ধ আহতরা, পঙ্গু হাসপাতালের সামনে রাস্তা আটকে বিক্ষোভ



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত