Homeরাজনীতিজুলাই আন্দোলনে সম্পৃক্তরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন: ইনকিলাব মঞ্চ

জুলাই আন্দোলনে সম্পৃক্তরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন: ইনকিলাব মঞ্চ

[ad_1]

গত কয়েকদিন জুলাই-আগস্ট আন্দোলনের সঙ্গে জড়িত থাকা পাঁচ জন খুন হয়েছেন, পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। আওয়ামী লীগ এখন ‘গুপ্তহত্যা চালাচ্ছে’ অভিযোগ করে তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেকারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট কিলিং করা হচ্ছে।’ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে শাহবাগ জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন (রাষ্ট্রীয় অতিথি ভবন) যমুনার দিকে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ‘জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র-জনতাকে জঙ্গি-লীগের গুপ্তহত্যা এবং বিপ্লবীদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতা’র প্রতিবাদে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ওসমান হাদী অভিযোগ করেন, ‘প্রতিদিন অজানা নম্বর থেকে কল দিয়ে জীবননাশের হুমকি দেওয়া হছে। আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা চালাচ্ছে। সরকারের কোনও প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না আমরা।’

‘জেএমবি যেভাবে গুপ্ত হত্যাকাণ্ড চালিয়েছে, ঠিক সেভাবে জঙ্গি-লীগ হত্যাকাণ্ড চালাচ্ছে। এই আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যা চালানো শুরু করেছে’, অভিযোগ করেন তিনি।

জুলাই-আগস্ট আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন, তাদের জীবন বেশি ঝুঁকিতে আছে দাবি করে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। লীগকে পুনর্বাসন করছে প্রত্যেকটি রাজনৈতিক দল। এই গুপ্ত হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ জড়িত।’ এই হত্যাকাণ্ডগুলোর জন্য রাজনৈতিক দল ও অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেন তিনি। 

হাদি আরও বলেন, ‘ছাত্রলীগকে নিষিদ্ধ করা গেলে তাদের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। ছাত্র-জনতার অধিকারের জন্য আমরা কথা বলে যাবো, এতে সরকার থাকুক আর না থাকুক; সেটা আমরা আর দেখবো না। বিচার না পেলে আমরা আবার আন্দোলনে যাবো।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত