Homeরাজনীতিডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বিএনপির

ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বিএনপির


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন দলটির নেতাকর্মীরা। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরে গণসচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

আমিনুল হক বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরে করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো। এই বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিক-নির্দেশনাও দেন তিনি।

ঢাকা মহানগর উত্তরের ৭১টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের কর্মসূচি চলবে উল্লেখ করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকে সর্বদা। জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি এবং চিন্তা।

এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত