Homeরাজনীতিঢালাও খালাস ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে: সিপিবি

ঢালাও খালাস ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে: সিপিবি

[ad_1]

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ সব আসামিকে খালাস দেওয়ার ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (২ ডিসেম্বর) দলের সভাপতি মো. শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা, হত্যাকাণ্ডের ঘটনা জাতীয় জীবনে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে এক ন্যাক্কারজনক ঘটনা। কোনও শান্তিপ্রিয় এবং গণতন্ত্রকামী নাগরিকই এই নির্মম হামলার বিনা শাস্তিতে যেতে দিতে পারে না’

তারা বলেন, ‘আসামিদের ঢালাওভাবে খালাস দেওয়া এবং বিচারিক আদালতের বিচারকে অবৈধ ও বাতিল ঘোষণার মধ্য দিয়ে হাইকোর্ট আরেকটি বিচারহীনতার সংস্কৃতির উদাহরণ সৃষ্টি করলো। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার এই রায় হামলায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি চরম অবিচারের প্রতিফলন ঘটালো।’

‘এই রায়ের মধ্য দিয়ে ঢালাওভাবে সব আসামিকে খালাস দেওয়ায় আগামী দিনে ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে মদদ যোগাবে। এই রায় বিগত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করবে, আইনের শাসনের যথাযথ বরখেলাপ’ বলেও সিপিবি মনে করে।

বিবৃতিতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও এর নেপথ্যের হোতাদের চিহ্নিত, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলা হয়, ‘এই বিচার নিয়ে নানা ধরনের প্রহসন সংগঠিত হয়েছে। দেশবাসী আর কোনও প্রহসন দেখতে চায় না।’

সেই সঙ্গে এই রায়ের বিরুদ্ধে সরকারের আপিল করার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিতের দাবিও জানান নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত