[ad_1]
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ১৮: ৩৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হওয়ার পর দেশে ফিরবেন। মির্জা ফখরুল ১২ দিনের যুক্তরাজ্য সফর শেষ আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সাংবাদিকেরা মির্জা ফখরুলের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চান। জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘ওনার বিরুদ্ধে অনেক মিথ্যা, প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি ফিরবেন।’
যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি যে উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে, তাদের সভায় যোগ দিয়েছি। সেখানে গণমাধ্যমের সঙ্গেও আলোচনা হয়েছে। লন্ডনে আমার সফর ভালো ও ফলপ্রসূ হয়েছে।’
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সস্ত্রীক যুক্তরাজ্যে যান বিএনপি মহাসচিব। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। কয়েকটি দলীয় কর্মসূচিতেও অংশ নেন।
[ad_2]
Source link