Homeরাজনীতিতারেক রহমান শিগগিরই দেশে আসবেন: আমান

তারেক রহমান শিগগিরই দেশে আসবেন: আমান

[ad_1]

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের অন্যতম সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন। নির্বাচিত সরকার সার্বিক বিষয়ে পদক্ষেপ নেবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

খুলনার সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমান একথা বলেন। গতকাল সোমবার সকালে নগরীর শিববাড়ীতে এ সম্মেলন হয়।

বিএনপির এই নেতা বলেন, দলের মধ্যে কোনো বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের নেতা-কর্মীদের মধ্যে পদপ্রত্যাশা রয়েছে; কিন্তু অনুপ্রবেশকারী দলে কোনো রকমের পদ পাবে না।

আমানউল্লাহ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে আসবেন, খুলনায় আসবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন।

ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ বলেন, ‘আজ যেখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, সেটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে ‘জিয়া হল’ নামকরণ করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার নাম পরিবর্তন করে জিয়ার নাম মুছে দিতে চেয়েছিল। এই হলটির নাম জিয়াউর রহমানের নামে করা হবে।’

সোনাডাঙ্গা থানা বিএনপির নেতা হাফিজুর রহমান মনির সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বের উদ্বোধন করেন নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত