Homeরাজনীতিনতুন ছাত্র সংগঠনের ঘোষণার পর উমামা, ‘কোনও দ্বন্দ্ব নেই’

নতুন ছাত্র সংগঠনের ঘোষণার পর উমামা, ‘কোনও দ্বন্দ্ব নেই’

[ad_1]

নতুন ছাত্র সংগঠনের ঘোষণার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা বলেছেন, এতে কোনও দ্বন্দ্ব নেই। সবার সম্মতিতেই করা হয়েছে।’ এর আগে সোমবার (১৭ ফেবুয়ারি) বিকালে সংবাদ সম্মলন করে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার।

এই ঘোষণার সময়  বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সামনের সারির পরিচিত নেতারা কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ঘোষণার পরে আলোচনার ঝড় ওঠে অনলাইন ও অফলাইনে। কৌতূহলীদের  মনে প্রশ্ন,  তবে কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভেঙে গেলো? 

সংবাদ সম্মেলনের পরেই যোগাযোগ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমার সঙ্গে।  তিনি বলেন, ‘এতে কোনও দ্বন্দ্ব নেই। সবার সম্মতিতেই করা হয়েছে।’ উমামা ফাতেমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেখানে আমাদের আহ্বায়ক মিটির কোনও সদস্য ছিলেন না, সেটা ঠিক। তবে এখানে এ ধরণের কোনও দ্বন্দ্ব নাই। যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয়েছে, তাই সবার সম্মতিতেই এটি হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়৷  সংগঠনটি ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করে গঠিত হবে বলে জানানো হয়।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত