Homeরাজনীতিনীতি পরিবর্তন করুন, ভারতের উদ্দেশে মামুনুল হক

নীতি পরিবর্তন করুন, ভারতের উদ্দেশে মামুনুল হক

[ad_1]

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেছেন, গত ১৫ বছর ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কূটনৈতিক শিষ্টাচার বর্জিত অসৌজন্যমূল আচারণ করছে ভারত। চরম নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আহত ও ক্ষতবিক্ষত করে তুলেছে দেশটি। আমরা ভারতের বাংলাদেশ নীতির তীব্র সমালোচনা করছি। ভারতকে স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের বিষয়ে আপনারা নীতি পরিবর্তন করুন। না হলে গোটা বাংলাদেশের ২০ কোটি মানুষ রাজপথে নেমে আসবে। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে।’

শুক্রবার (২৯ নভেম্বর) বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় ‘ইসকন কর্তৃক মসজিদ ও আদালতের স্থাপনা ভাঙচুর এবং বিচারালয় প্রাঙ্গণে সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা’সহ নানা দাবিতে অনুষ্ঠিত হেফাজতের সমাবেশে এসব কথা বলেন মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এই বিক্ষোভ সমাবেশ করেছে। এতে ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব সভাপতিত্ব করেন।

সমাবেশে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রব্বানী বলেন, ‘ভারত এই দেশকে বিপথগামী করার অপচেষ্টা চালাচ্ছে। সেটা কখনোই সফল হতে দেওয়া যাবে না।’

মাওলানা আতাউল্লাহ আমিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন– মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মুফতী জাবের কাসেমী, মাওলানা লোকমন মাজহারী, মাওলানা আজহারুল ইসলাম, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ফয়সাল আহমাদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবু ত্বহা মুহাম্মদ আদনান, মাওলানা মামুনুর রশীদ প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত