[ad_1]
খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব জাহাঙ্গীর হোসাইন বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর কোনও আঘাত সহ্য করা হবে না। এদেশের ১৮ কোটি মানুষ জীবন দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত। একইসঙ্গে যারা দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়, দেশবাসী তাদেরকেও রুখে দেবে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় পল্টনের মজলিস মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর হোসাইন বলেন, ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলো। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে।
তিনি বলেন, ৭১ এবং ২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল।
[ad_2]
Source link