Homeরাজনীতিবড়দিন উপলক্ষে চরমোনাই পীরের বিবৃতি

বড়দিন উপলক্ষে চরমোনাই পীরের বিবৃতি

[ad_1]

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাঠানো বিবৃতিতে তিনি কোনও শুভেচ্ছা বা অভিনন্দনের প্রসঙ্গ উল্লেখ করেননি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করে আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান থাকলেও ৫ আগস্ট পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশের কিছু গণমাধ্যম ও রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্টদের পক্ষাবলম্বন করে সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালিয়ে আসছে।’

পীর চরমোনাই বলেন, ‘দেশবিরোধী অপশক্তি অতীতে কোনও ষড়যন্ত্র করে দেশের বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসাবে কোনও বৈষম্য ও বৈরিতা নেই। আমাদের পরিচয় আমরা সবাই বাংলাদেশি।’

‘৫ আগস্ট পরবর্তী সময়ে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটতরাজ করে যাতে কেউ আমাদের মধ্যে কোনও বিভেদ ও বিভ্রান্তি ছড়াতে না পারে এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বাংলাদেশের মানুষ সচেতন থেকে নিজ উদ্যোগে পাহারা দিয়েছে’, বলেন আমির।

কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কবিরের সই করা বিবৃতিতে আমির বলেন, ‘আমরা এদেশে বসে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যার ধর্ম তাকে পালনে নিরাপত্তা প্রদান ও সম্ভাব্য সহযোগিতা যেমন আগে করেছি, আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত