Homeরাজনীতিবেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের টিম ঘোষণা

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের টিম ঘোষণা

[ad_1]

শিক্ষার্থীদের কাছে দলীয় কর্মসূচি পৌঁছে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের পরামর্শ নেওয়া হয়েছে।

নাসির উদ্দীন নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি সচেতন। জাতীয়তাবাদী রাজনীতি ও মেধাভিত্তিক রাজনীতির বিষয়ে আলাপ করার জন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শীর্ষস্থানীয় সমন্বয়কেরা যখন গ্রেপ্তার হন, তখনো তাঁরা আন্দোলন চালিয়ে নিয়েছেন।’

কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু। কমিটি মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিমের কাজ হবে ছাত্রদল ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত