Homeরাজনীতিভারতীয় আধিপত্য নিপাত যাক: হাসনাত আব্দুল্লাহ

ভারতীয় আধিপত্য নিপাত যাক: হাসনাত আব্দুল্লাহ

[ad_1]

‘ভারতীয় আধিপত্য নিপাত যাক’, লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এমন পোস্ট দেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে একটি বিবৃতির জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আরেকটি পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি লেখেন, ‘এমন বোল্ড অ্যান্ড লাউড স্ট্যান্ডের জন্য বিএনপিকে ধন্যবাদ।’

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ এক বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশে ঐতিহাসিক কাল ধরে বিভিন্ন সম্প্রদায় প্রীতি ও শুভেচ্ছার বন্ধনে আবদ্ধ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের কোনও কারণের অভ্যুদয় হয়নি। কিন্তু পার্শ্ববর্তী দেশ থেকে হাইপার প্রোপাগান্ডা চালানো হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের।‘

বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে চিত্রিত করার জন্য ভারত উঠেপড়ে লেগেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশ থেকে দুঃশাসনের অবসান হওয়া, হাসিনার পালিয়ে যাওয়া ইত্যাদি তাদের মনে ভীষণ পীড়া দিচ্ছে। তাই বাংলাদেশকে লাঞ্ছিত করতে, দুর্দশায় ফেলতে, অবমাননা করতে চলছে অতিকথন আর অপপ্রচারের বিরতিহীন ধারাভাষ্য। তথাপিও যাবতীয় ভয়, হুমকি ও দুর্বিপাকের মধ্যেও বাংলাদেশিরা মৃত্যুঞ্জয়ী সংকল্পে সকল চক্রান্তকে প্রতিহত করবে।’

এদিন ভারতের আধিপত্যবাদ নিয়ে পোস্ট করেছে বৈষম্যবিরোধী আন্দোলন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদও। তিনি লিখেছেন, নেপালের হিন্দু জনগোষ্ঠী প্রায় ৮১ শতাংশ, তারাও ভারতবিরোধী। সমস্যাটা হলো ভারতের আগ্রাসনবাদী মনোভাব। তারা নিজেদের প্রভু ভাবে, কিন্তু তারা ভুলে যায়, এ দেশে তাদের দাসদের কোনও অস্তিত্ব মেনে নেয়নি, নেবেও না।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত