Homeরাজনীতিভারতের দালালদের শক্ত হাতে দমন করতে হবে: জয়নুল আবদিন ফারুক

ভারতের দালালদের শক্ত হাতে দমন করতে হবে: জয়নুল আবদিন ফারুক

[ad_1]

ভারতের দালালদের শক্ত হাতে দমন করতে হবে। বাংলাদেশকে যারা ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি- অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে গণতান্ত্রিক পার্টির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আওয়ামী লীগ সব সময় ভারতের দালালি করেছে। তারা ফেলানী হত্যার বিচার করতে পারেনি। পানির ন্যায্য অংশ আনতে পারেনি।’

অন্তর্বর্তীকালীন সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন জনগণ ও গণতন্ত্রকামী দলগুলোর দাবি। ফ্যাসিবাদ আওয়ামী লীগ দেশে যে অরাজকতার চেষ্টা করছে তা রুখে দিতে জনপ্রতিনিধি সরকার প্রয়োজন। পাশাপাশি প্রশাসন এদের শক্ত হাতে দমন করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের যে দোসররা বাকশাল কায়েম করেছে, ব্যাংক লুট করেছে, সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।’

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনার সরকার গঠিত হয়েছে। এখনও কেন আইনজীবীকে শাহাদাত বরণ করতে হবে? কেন ডিমের সিন্ডিকেটদের গ্রেফতার করা হয়নি? কেন পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি?’

ফারুক বলেন, ‘দেশের মানুষ এসব প্রশ্ন তোলা শুরু করেছে। আপনাদের (অন্তর্বর্তীকালীন সরকার) দুর্বল হওয়া উচিত নয়। আপনি (ড. ইউনুস) কোনও দলীয় সরকার নন। কারও দিকে না তাকিয়ে দেশের জনগণের কথা চিন্তা করে আপনার কাজ করতে হবে। দেশের জনগণ আপনার সঙ্গে আছে।’

বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সভাপতি এস এম শাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত