Homeরাজনীতিমঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবে জামায়াত

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেবে জামায়াত

[ad_1]

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কারাগারে থাকা সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ২৫ ফেব্রুয়ারি গণঅবস্থান কর্মসূচি ডেকেছে জামায়াত।

আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত ১৩ বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেছেন।

দলটি বলছে, ‘দেশবাসী আশা করেছিল, চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচারমুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ৬ মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এটিএম আজহারুল ইসলাম মুক্তিলাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত।’

গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। 

এরআগে, গতকাল বৃহস্পতিবার ফেসবুকে এক স্ট্যাটাসে জামায়াতের আমির জানিয়েছিলেন, এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে তিনি নিজেই গ্রেফতার হতে চান। তিনি গ্রেফতার হওয়ার জন্য মঙ্গলবার আদালত প্রাঙ্গণে যাবেন বলেও ঘোষণা দেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত