Homeরাজনীতিযেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন পাইনি: বাসদ সমন্বয়ক মাসুদ রানা

যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন পাইনি: বাসদ সমন্বয়ক মাসুদ রানা

[ad_1]

‘২৪ এর বিপ্লবে অনেক মানুষ জীবন দিয়েছে। কিন্তু এর মধ্য দিয়েও মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যেরকম বাংলাদেশ চেয়েছিলাম সেরকম আমরা পাইনি’ বলে মন্তব্য করেছেন বাসদ (মার্ক্সবাদী) ও গণতান্ত্রিক বাম জোটের সমন্বয়ক মাসুদ রানা।

ম‌ঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুদ রানা বলেন, ‘১৯৮৪ সাল থেকে এই ছাত্রসংঠন ধারাবাহিকভাবে লড়াই করে যাচ্ছে অধিকার আদায়ের লক্ষ্যে। ফ্যাসিবাদ কোনও দল আনে না, আনে একটা ব্যবস্থা। সরকার সেই ব্যবস্থাকে রক্ষা করতে গেলে ফ্যাসিবাদ কায়েম হবে। ৫৩ বছরের সংবিধানে ১৭টা সংশোধনী করা হয়েছে শুধুমাত্র ফ্যাসিবাদ কায়েম করার জন্য।’

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘৯০ সালের পরে যারা ক্ষমতায় ছিলেন তারা কেউই গণতান্ত্রিক পথে হাঁটেননি। জুলাই বিপ্লবের পরও শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি কর্ণপাত করা হয়নি। শিক্ষাঙ্গনে এখনও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি এই সরকার সিন্ডিকেট ভাঙছে না, যারা মাজার ভাঙছে তাদের আইনের আওতায় আনছে না। যারা আদিবাসীদের ওপর হামলা করেছে তাদের গ্রেফতার করছে না। বরং তারা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে। বিভিন্ন জিনিসের ওপর ভ্যাট আরোপ করছে। অথচ তাদের প্রধান দায়িত্ব গণহত্যার বিচার করা।’

এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে জুলাই গণহত্যা ও আদিবাসীদের ওপর হামলার বিচার নিশ্চিত করার দাবি জানান।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত