Homeরাজনীতিরাষ্ট্রপতি পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে: বিএনপি

রাষ্ট্রপতি পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে: বিএনপি

[ad_1]

রাষ্ট্রপতি পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসরা নানা চক্রান্ত করছে অভিযোগ করে এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদ।

বুধবার (২৩ অক্টোবর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতিপদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান… সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমেই হোক শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে।”

‘‘রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদি গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত হয়, বাধাগ্রস্ত হয় বা কণ্টকাকীর্ণ হয়— এটি জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদের এবং তাদের দোসরা যাতে কোনও রকমের ষড়যন্ত্র না করতে পারে, এখানে অন্য কিছুর পাঁয়তারা না করতে পারে সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ঐক্যবদ্ধভাবেই এই সমস্ত ষড়যন্ত্রের মোকাবিলা করবো।”

আপনারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণ চান কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘রাষ্ট্রপতিপদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে… সাংবিধানিক জটিলতা সৃষ্টি করবে যেটা জাতির কাম্য নয়।”

এরআগে সকাল সাড়ে ১০টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত