Homeরাজনীতিস্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না: মোস্তফা জামাল

স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না: মোস্তফা জামাল

[ad_1]

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘আজ নতুন করে স্বৈরাচারবিরোধী, ফ্যাসিস্ট শাসনবিরোধী যে আন্দোলন গড়ে উঠেছে, এর নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের বলতে চাই, অতীতকে অস্বীকার করে হয় না। আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারব না।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সার্জেন্ট জহুরুল হক হত্যা দিবস উপলক্ষে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিক পথে পরিচালিত করার জন্য জনগণের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এক থাকতে হবে। যাঁরা মহান নেতা, যাঁরা এ দেশের রূপকার, সে অতীতকে ভুলবেন না, ভোলা যায় না।’

১২ দলীয় জোটের প্রধান বলেন, ‘আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর হবে এবং একটি সুখী, সমৃদ্ধিশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব, এই আশা ব্যক্ত করছি।’

১৯৬৯-এর গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় নেতারা।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত