Homeরাজনীতিহাতিরঝিল এলাকা সন্ত্রাস ও দখলবাজমুক্ত করতে জামায়াতের আল্টিমেটাম

হাতিরঝিল এলাকা সন্ত্রাস ও দখলবাজমুক্ত করতে জামায়াতের আল্টিমেটাম

[ad_1]

সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত হাতিরঝিল থানার দাবিতে এবং দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। দলটির হাতিরঝিল থানা শাখার উদ্যোগে এই বিক্ষোভ হয়। মিছিল থেকে আগামী ১০ দিনের মধ্যে হাতিরঝিল এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করতে আল্টিমেটাম দিয়েছেন জামায়াতের স্থানীয় নেতারা।

শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের পর মগবাজার টিএন্ডটি মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নয়াটোলা হয়ে মগবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত পথ সভা করে। এরপর মিছিলটি ওয়ারলেস রেইল গেইট হয়ে মধুবাগ মাঠে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সভায় ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার বলেন, ‘ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মুখে আওয়ামী-বাকশালীদের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনও মগবাজার এলাকায় সক্রিয় রয়েছে। তারা লাগামহীন সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিন্তু পতিত স্বৈরাচারীদের এসব অপতৎরতা জনগণ কোনোভাবেই চলতে দেবে না। আগামী ১০ দিনের মধ্যে হাতিরঝিল এলাকায় সব সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করে জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সচেতন জনতা ঘরে বসে তামাশা দেখবে না।’

হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং হাতিরঝিল পশ্চিম থানা আমির ইউসুফ আলী মোল্লার পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী মজলিসে শুরা সদস্য নুরুল ইসলাম আকন্দ, রাশেদুল ইসলাম, জামায়াত নেতা গোলাম মাওলা, আকতার হোসেন, ড. আনোয়ারুল হক, ছাত্রশিবির নেতা ফজলুর রহমান, সাজ্জাদ শিহাব ও নাদিম প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত