Homeরাজনীতি২১ আগস্টের ‘সত্যতা’ সামনে রেখে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

২১ আগস্টের ‘সত্যতা’ সামনে রেখে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান ওয়ার্কার্স পার্টির

[ad_1]

 বাংলা ট্রিবিউন রিপোর্ট২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রসঙ্গে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, ‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলাটি ছিল চরম নৃশংস ও দুর্বিত্তায়িত প্রতিশোধ পরায়ণ ও রাজনৈতিকভাবে অগণতান্ত্রিক পন্থা, যা গণতান্ত্রিক শান্তিকামী মানুষ কামনা করেন না।’

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাটির সুষ্ঠু ন্যায়বিচার ও প্রকৃত দোষীদের শাস্তি বিধান নিশ্চিত ছিল একটি গণতান্ত্রিক দেশে তার বিচার ব্যবস্থার দায়িত্ব। বিচার প্রক্রিয়ার ত্রুটি-বিচ্যুতিতে সত্য ঘটনা চাপা পড়ে যাওয়া ও প্রকৃত দোষী নিরূপন না হওয়া ভবিষ্যতে খারাপ নজির বলে জনমানসে থেকে যাবে।’

‘অতএব ঘটনার সত্যতাকে সামনে রেখে রাষ্ট্রকে পুনউদ্যোগ নিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তি বিধান নিশ্চিত করা উচিতৎ’ বলে মনে করে ওয়ার্কার্স পার্টি। প্রসঙ্গত, দলটির সভাপতি রাশেদ খান মেনন বর্তমানে কারাগারে আছেন।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত