Homeরাজনীতি৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবসে জাসদের আলোচনা সভা

৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান দিবসে জাসদের আলোচনা সভা

[ad_1]

১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে বরাবরের মতো জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ও যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন— দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, ঢাকা মহানগর দক্ষিন জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারী, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

আলোচনাসভায় বক্তারা সিপাহী-জনতার অভ্যুত্থানের বিপ্লবী, মুক্তিযুদ্ধে মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের বীর উত্তমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একদিকে যেমন সিপাহী-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে চিন্থিত হয়ে আছে, ঠিক তেমনই অপরদিকে সিপাহী-জনতার অভ্যুত্থানের সঙ্গে, বিপ্লবী সিপাহীদের সঙ্গে বিশ্বাসঘাতো করে সাজানো সামরিক আদালতে মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে সিপাহী-অভ্যুত্থানের নায়ক কর্নেল আবু তাহেরকে ফাঁসিতে হত্যা এবং জাসদ নেতা মেজর জলিল, আ স ম আবদুর রব, হাসানুল হক ইনুকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়ার ঘটনা বিশ্বাস ঘাতকতার কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিন্থিত হয়ে আছে।

বক্তারা বলেন, দেশকে রাজনীতি শূন্য করা, বিরাজনীতিকরণ এবং মাইনাস ফর্মুলা বাস্তবায়নের অপচেষ্টা চলছে। বক্তারা জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি  এবং রাজনৈতিক নেতাদের নামে দায়ের করা ঢালায় মিথ্যা মামলায় সাজানো আদালতে প্রহসণমূলক বিচার বন্ধ করার দাবি জানান।

বক্তারা দেশের বর্তমান অবস্থাকে মবের মুল্লুক হিসেবে চিন্থিত করে বলেন, দেশে চলমান রাজনৈতিক শূন্যতা, শাসন শূন্যতার অবসান ঘটাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে, নির্বাচিত সাংবিধানিক সরকারের হাতে দেশের শাসনভার ন্যস্ত করার কোনও বিকল্প নাই।

 



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত