বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক সনাতনী অংশ নেন। নির্দিষ্ট কোনও ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়নি।
মানববন্ধন থেকে ‘তুমি কে আমি কে, সনাতনী সনাতনী’, ‘চিন্ময় প্রভু আটক কেন, জবাব চাই’ স্লোগান দেওয়া হয়।
প্রায় আধা ঘণ্টা ধরে মানববন্ধনে নেতৃত্ব দেন শ্রীকৃষ্ণ কুমার সরকার, অ্যাডভোকেট বাসুদেব, বিশ্বাস সুমন কুমার সাহা, জনি কুমার পাল, রাজিব কুমার ঘোষ, অ্যাডভোকেট স্বপ্না তরফদার বিপুল মল্লিক প্রমুখ।
প্রসঙ্গত, সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘পুলিশের একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে ডিবি গ্রেফতার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’
সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাশকে। কয়েকদিন আগে এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।
অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাশকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।