Homeপ্রবাসের খবরসাংবাদিক বিভুরঞ্জন সরকারের অপমৃত্যুতে ১০৯দেশি-বিদেশি  নাগরিকের  বিবৃতি।

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের অপমৃত্যুতে ১০৯দেশি-বিদেশি  নাগরিকের  বিবৃতি।

 

 প্রধান উপদেষ্টা ড.ইউনুসের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত এবং আইনি পদক্ষেপ দাবি করেছে   দেশের সচেতন প্রতিবাদী নাগরিক হিসেবে ১০৯জন সাংবাদিক,লেখক,কবি, সাহিত্যিক,শিক্ষক, আইনজীবী, অভিনয়শিল্পী, মানবাধিকারকর্মী, এক্টিভিস্ট দেশি-বিদেশি  নাগরিক।

   তারা দাবী করেন গত বছরের ৫ই  আগস্টের পর থেকে বাংলাদেশে সাংবাদিকদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন।গণমাধ্যম ও সামাজিক মাধ্যমেও মতপ্রকাশের অধিকার খুন্ন হচ্ছে। নানারকম লিখিত ও অলিখিত নিয়ন্ত্রণ আরোপ ও নানা কৌশলে চাপ প্রয়োগ করা হচ্ছে । ফলশ্রুতিতে পুরো গণমাধ্যম সেক্টর ও গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম আতংক-অস্থিরতা বিরাজ করছে। যার বেশির ভাগই করা হচ্ছে শান্তিতে নোবেলজয়ী ড.মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন স্তর  থেকে।

যে পরিস্থিতির সবশেষ শিকার হয়েছেন সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার। যার মরদেহ  গত ২২ আগস্ট ২০২৫ উদ্ধার করা হয়েছে নদী থেকে । একইদিন দেশের একটি গণমাধ্যম প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠি প্রকাশ করেছে। যেখানে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের কয়েকটি মন্তব্য সরাসরি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ‘চাপ’ ও ‘আতংক’ তৈরির গুরুতর অভিযোগ বলে বিবেচিত হচ্ছে।

 আমরা বাংলাদেশ ও অন্যান্য দেশের সচেতন প্রতিবাদী নাগরিক হিসেবে ১০৯জন সাংবাদিক,লেখক,কবি, সাহিত্যিক,শিক্ষক, আইনজীবী, অভিনয়শিল্পী, মানবাধিকারকর্মী, এক্টিভিস্ট এক যৌথ বিবৃতিতে  অবিলম্বে বাংলাদেশে সাংবাদিক বিভুরঞ্জন সরকারের এহেন অপমৃত্যু, প্রকাশিত খোলা চিঠিতে  ড.ইউনুসের মিডিয়া উইংয়ের বিরুদ্ধে অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত এবং আইনি পদক্ষেপ দাবি করছি।

পাশাপাশি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকারের প্রশ্রয়প্রাপ্ত কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বা প্রভাবশালী ব্যক্তিরাও বাংলাদেশের বিভিন্ন শ্রেণি -পেশার মানুষের বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের জন্য হুমকি হয়ে উঠেছে।

এছাড়া গত প্রায় ১৩ মাসে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে,৩০০ জনের বেশি সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলাসহ হয়রানিমূলক নানারকম মামলায় আসামি করা হয়েছে। ৪০ জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তিন শতাধিক সাংবাদিকের ওপর। শতাধিক সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। হেনস্তামূলক দুর্নীতির মামলা হয়েছে দুর্নীতি দমন কমশিনে।

ঢাকাসহ সারা দেশের সহস্রাধিক সাংবাদিকের চাকরিচ্যুতি, ১৬৮ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, বাংলাদেশে জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশের প্রেসক্লাবগুলো থেকে শতাধিক সাংবাদিকের সদস্যপদ স্থগিত, বাতিল ও বহিষ্কার এবং মিডিয়া দখলের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশে। নিরাপত্তাহীনতার কারনে গত বছর ৫ আগস্টের পর থেকে অনেক সাংবাদিক দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিতে  বাধ্য হয়েছে।

এমনকি এক বছর আগের ঘটনায এখনো সাংবাদিকদের নামে মামলা দায়ের অব‍্যাহত রয়েছে। কাউকে কাউকে পুরানো মামলায় নতুন করে আসামী করা হচ্ছে ।

আমরা অবিলম্বে কারাবন্দী সব সাংবাদিকের মুক্তিসহ হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের উপর যেকোনো ধরনের নিপীড়ন বন্ধের দাবি জানাই।

বিবৃতিদাতারা হলেন

  1. বীর মুক্তিযোদ্ধা ড.নুরুন নবী,একুশে পদক প্রাপ্ত লেখক ও কাউন্সিলম্যান,যুক্তরাষ্ট্র
  2. বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, সভাপতি,ব্রিগেড ৭১
  3. বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের,কানাডা
  4. বীর মুক্তিযোদ্ধা সিরু বাঙালী, যুক্তরাষ্ট্র
  5. বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী তাজুল ইমাম,যুক্তরাষ্ট্র
  6. বীর মুক্তিযোদ্ধা ও লেখক গিলবার্ট নির্মল বাইন
  7. বীর মুক্তিযোদ্ধা ড.মহসীন আলী,যুক্তরাষ্ট্র
  8. বীর মুক্তিযোদ্ধা ও বিচারক আক্তার জামান, সুইডেন
  9. সাবেক এম্বাসাডর হারুন আল রশিদ
  10. ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম মঞ্জু, কানাডা
  11. কবি লেখক তসলিমা নাসরিন
  12. সাহিত্যিক,কবি ও অধ্যাপক ড.সেজান মাহমুদ,যুক্তরাষ্ট্র
  13. সাংবাদিক ফজলুল বারী, অস্ট্রেলিয়া
  14. সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, যুক্তরাষ্ট্র
  15. সাংবাদিক সাইফুল আমিন, কানাডা 
  16. অধ্যাপক ড.শ্যামল দাস,যুক্তরাষ্ট্র
  17. ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, যুক্তরাজ্য
  18. ব্যারিস্টার সাঈদ আবেদিন, যুক্তরাজ্য
  19.  ড.রায়হান রশিদ,ট্রাস্টি, আইসিএসএফ, যুক্তরাজ্য
  20. লেখক অধ্যাপক ডা.আবুল হাসনাত মিল্টন, অস্ট্রেলিয়া 
  21. সাবেক কূটনীতিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান অনু,নিউজিল্যান্ড 
  22. ড. প্রদীপ রঞ্জন কর, সংগঠক,  যুক্তরাষ্ট্র
  23. ড. দিলীপ নাথ, যুক্তরাষ্ট্র 
  24. লেখক কলামিস্ট শীতাংশু গুহ, যুক্তরাষ্ট্র
  25. এড. শাহ বখতিয়ার, যুক্তরাষ্ট্র
  26. হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র
  27. শফিকুল আলম বরকত, যুক্তরাষ্ট্র
  28. মোস্তাইন দ্বারা বিল্লাহ, যুক্তরাষ্ট্র
  29. রওশন আরা নীপা, যুক্তরাষ্ট্র
  30. অধ্যাপক ড.নীরু কামরুন নাহার, যুক্তরাষ্ট্র
  31. শামীম চৌধুরী, সভাপতি, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র
  32. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী মহাসচিব , বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র
  33. অধ্যাপক আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়
  34. সাবেক কূটনীতিক আরিফা রহমান রুমা, যুক্তরাষ্ট্র
  35. সাংবাদিক সাব্বির খান, সুইডেন
  36. অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়
  37. ডা.ফরহাদ আলী খান, সাবেক ভিপি,ঢামেকসু,সুইডেন
  38. সৈয়দ বোরহান কবীর, প্রধান সম্পাদক, বাংলা ইনসাইডার
  39. সোহেল হায়দার চৌধুরী, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
  40. আকতার হোসেন, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
  41. পুলক ঘটক, সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন
  42. রিয়াজ হায়দার চৌধুরী, সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন
  43. শেখ জামাল, সম্পাদক, দৈনিক মুখপাত্র ও সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি
  44. সাইদুজ্জামান সম্রাট, সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন
  45. খায়রুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
  46. হামিদ মোহাম্মদ জসিম, সাধারণ সম্পাদক, স্বাধীনতা সাংবাদিক পরিষদ
  47. শফিক বাবু, সিনিয়র সাংবাদিক
  48. চিত্রশিল্পী মো.মনিরুজ্জামান
  49. রোকেয়া প্রাচী, অভিনয় শিল্পী ও আহবায়ক, সম্মিলিত সাংস্কৃতিক পরিষদ
  50. অরুনা বিশ্বাস, অভিনয়শিল্পী
  51. আবৃ্ত্তিশিল্পী রবিশঙ্কর মৈত্রী,ফ্রান্স
  52. সাংবাদিক নজরুল কবীর, সাবেক সহসভাপতি,ডি আর ইউ 
  53. সাজেদা পারভীন, সাবেক সহসভাপতি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম(বিএসআরএফ)।
  54. ইঞ্জিনিয়ার জিয়া করিম,রাজনৈতিক বিশ্লেষক, যুক্তরাষ্ট্র
  55. রবীন আহসান, প্রকাশক, শ্রাবণ
  56. সাংবাদিক নিজামুল হক বিপুল
  57. শায়লা আহমেদ লোপা, মানবাধিকারকর্মী,কানাডা
  58. তৈমুর ফারুক তুষার, সম্পাদক,বাংলা নিউজ২৪.কম
  59. লেখক ও মানবাধিকারকর্মী আফসানা কিশোয়ার লোচন, কানাডা
  60. সাংবাদিক,অভিনয়শিল্পী দীপান্বিতা মার্টিন
  61. মোঃ সাদিক হাসান, উপদেষ্টা, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে
  62. অধ্যাপক ইশতিয়াক জামিল, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে
  63. গবেষক ড.আমিনুর রহমান, নরওয়ে
  64. সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি ও কথা সাহিত্যিক
  65. ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী , মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক, যুক্তরাস্
  66. রহমান মামুন ,হিউম্যান রাইটস ডিফেন্ডার , সুইজারল্যান্ড
  67. রানা হাসান মাহমুদ , রাজনৈতিক বিশ্লেষক, যুক্তরাস্ট্র
  68. পুষ্পিতা গুপ্ত, সভাপতি, সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে
  69. ড.নওরীন তামান্না, আইন বিশেষজ্ঞ, যুক্তরাজ্য
  70. শেলিনা আফরোজ জামান,শিক্ষক, সুইডেন
  71. অধ্যাপক ড.শেখ হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়
  72. অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ, জগন্নাথ  বিশ্ববিদ্যালয়
  73. জাকিরুল হক টিটন, সম্পাদক ও প্রকাশক, খবরওয়ালা
  74. বাণী ইয়াসমিন, সম্পাদক, বিবার্তা
  75. সাংবাদিক খন্দকার ইসমাইল, কানাডা
  76. খোর্শেদুল আলম খোশরু, চলচ্চিত্র প্রযোজক
  77. অনামিকা প্রিয়ভাসিনি, মানবাধিকার কর্মী 
  78. মুশফিক গুলজার, চলচ্চিত্র নির্মাতা
  79. শাহ আলম কিরণ, চলচ্চিত্র নির্মাতা
  80. ড. মাসুদ পথিক, কবি ও চলচ্চিত্র নির্মাতা
  81. তানভীর হায়দার ভূইয়া, ট্রেজারার, ইউনিভার্সিটি অফ কুমিল্লা
  82. সায়মন সাদিক, চিত্রনায়ক
  83. আল আমীন বাবু, সংগঠক ও সঙ্গীত শিল্পী
  84. নাহার মমতাজ, সভাপতি, সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু ফাউণ্ডেশন, সুইডেন
  85. ভায়োলেট হালদার, সম্পাদক ও প্রকাশক, সময়ের শব্দ
  86. তুহিন দাস, কবি, যুক্তরাষ্ট্র
  87. ইঞ্জিনিয়ার সাইফ সামস, নরওয়ে
  88. অনির্বাণ ভট্টাচার্য্য, নাট্যকর্মী
  89. তমাল মাহবুব, অভিনেতা ও পরিচালক
  90. জাসমিন চৌধুরী, সোশ্যাল জাস্টিস ক্যাম্পেইনার
  91. কুতুব হিলালী, সম্পাদক,বাংলালিপি
  92. রানা মেহের, সমাজকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক
  93. দেবেশ বড়ুয়া, সাংবাদিক, ফ্রান্স
  94. খান লিটন, সাংবাদিক, জার্মান
  95. সাংবাদিক ও অধ্যাপক অপু আলম, ফ্রান্স
  96. শুভাশিস দাশ, এক্টিভিস্ট
  97. শাহাদাৎ রাসেল, এক্টিভিস্ট
  98. সাইফুর রহমান, এক্টিভিস্ট
  99. আযম খান, এক্টিভিস্ট
  100. সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ,যুক্তরাজ্য
  101. লেখক ও সংবাদ বিশ্লেষক সুজাত মুনসুর,যুক্তরাজ্য
  102. সাংবাদিক ও বিশ্লেষক মাতিয়ার চৌধুরী,যুক্তরাজ্য 
  103. সাংবাদিক জুয়েল রাজ,যুক্তরাজ্য
  104. সাংবাদিক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল,যুক্তরাজ্য
  105. সাংবাদিক আব্দুল কাদের  চৌধুরী মুরাদ,যুক্তরাজ্য
  106. সাংবাদিক বাতিরুল হক সরদার,যুক্তরাজ্য 
  107. সাংবাদিক  মনিরা মলি,যুক্তরাজ্য
  108. সাংবাদিক আবু সুফিয়ান,যুক্তরাজ্য
  109. তৌফিক মারুফ, সাংবাদিক ও বিশ্লেষক
এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত