Homeসাহিত্যখোলা দরজায়

খোলা দরজায়

[ad_1]

খোলা দরজায়

দরজা খুলে রেখেছি তার জন্য; যার ভালোবাসার রোদ পোহাতে পোহাতে কেটেছে আমার কাকহীন ভোর। দাঁড়কাক এখন আর আসে না ফিরে এই যান্ত্রিক শহরে। কাকের চেয়ে কবিরাই আজ বেশি অভুক্ত থাকে। কাকের ঘর আছে, স্ত্রী আছে, আছে সন্তানও; হোক না সন্তান নিজের বা কোকিলের। কিন্তু কবির কিছুই নেই কেবল ক-খানা হাড্ডি জিরজিরে কবিতা ব্যতীত। অসহায় এই কবিদের সারিতে নয়; আমি আমাকে রোজ আবিষ্কার করি সালভাদর দালির মতো অনন্ত সম্ভাবনার রোদের-ক্যানভাসে। পাঁজরের একটা হাড় দিয়ে গড়া সেই সুবোধ বালিকার হাত ছুঁয়ে ছুঁয়ে আজও যখন পুলকিত হই, ঘুম ভেঙে যায়। জেগে উঠি অন্ধকার ঠেলে ঠেলে। দেখি খোলা দরজায় আগন্তুক কষ্ট। কষ্ট টইটই পইপই করে রাতদিন শুধু হেঁটেই চলে। আর আমি হই রোদের রংধনু-কষ্টের কারাগার থেকে সদ্য পালানো পুরুষ। কাকের মতো না হোক, কবির মতো না হোক, মোল্লা-মৌলবির মতো না হোক, পুরোহিত-ঠাকুরের মতো না হোক মানুষের মতো বেঁচে থাকার রপ্ত করা ইচ্ছেটা এগিয়ে যাবে আগামীর দিকে… 

রোদঘর

পাখি ডানা মেলে। আমি মেলি মন। মনের চেয়ে বড় আর দ্রুততর ডানা। জানা নেই কোনো পাখির ছিল কিনা। মনের ডানায় ভর করে রোজ উড়ে যাই সেখানে, যেখানে রোদ খুব দেরি করে আসে।বিষণ্ন বিকেলে তাকে দেখে যেমন পুলকিত হয়েছিল মন; মনের ঘরে জমেছিল রসালো আদর। আজ আরো পুলক জাগলো মনে। বিরহ কেটে কেটে কাছে যাই। আরো কাছে ক্যানভাসে এঁকে যাই সুখ। সুখের পসরা সাজানো থাকে থরে থরে রোজ। আমি নেই খোঁজ সেই স্বপ্নবতীর। যার দেখানো স্বপ্ন আজও যুদ্ধ জয়ের রংধনু। মেঘ মানে যখন কালো, তখন আলো হিসেবে রোদের পথযাত্রা।
আমি মাঝে মাঝে রোদ। মাঝে মাঝে আলোকিত প্রেম। মাঝে মাঝে মন। মাঝে মাঝে স্বপ্ন। মাঝে মাঝে মৃদঙ্গ অঙ্গনা নৃত্য। মাঝে মাঝে ময়না পাখির ঠোঁট। বলে যাই নির্ভয়ে অসংখ্য কথা। কথাগুলো ভালোবাসার আলোআশার এবং অফুরন্ত পথের…



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত