Homeসাহিত্যপৃথিবীর পথে পথে হাঁটব

পৃথিবীর পথে পথে হাঁটব

[ad_1]

কেন তোমাকে ভালোবাসি
সে প্রশ্নের উত্তর আমি দিতে চাইনে।
বলতে চাইনে রাত্রের অগোচরে
কোনো দ্বিধান্বিত বাক্য।
সহসা নাগরিক কটূক্তি দূরে রেখে
গোলাপের মতো তীব্র সুবাস নিয়ে
ফুটে থাকে যে ফুল—
কণ্টক মাড়িয়ে তাকে আঁকড়ে ধরতে চাই
তীব্র সচেতন প্রয়াসে।
নীতির শ্রেষ্ঠ প্রয়োগে
যত বিভ্রান্তিই আসুক—
আমি আঁকড়ে ধরতে চাই তোমাকে।
আলোর মতো সরলরৈখিক নয় যার গতিপথ
প্রেম বলে তাকে চিহ্নিত করা যেতে পারে।

যে পথের বাঁকে বাঁকে কেবলই দ্বিধা
আর রয়েছে তোমার চোখ রাঙানি,
ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে
অবৈধভাবে সিগন্যাল অমান্য করতে
যেহেতু চাইনে, সেহেতু
কেন তোমাকে ভালোবাসি
সে প্রশ্নের উত্তর আমি দিতে চাইনে।

নিয়তির শেষ বোঝাটুকু কাঁধ থেকে নামিয়ে
পরিণামের ঝোলা মাথায় করে আমি
এখনও এই পৃথিবীর পথে পথে হাঁটব।

গোলাপের মতো তীব্র সুবাস নিয়ে
ফুটে থাকে যে ফুল—
নীতির শ্রেষ্ঠ প্রয়োগে
যত বিভ্রান্তিই আসুক
আমি আঁকড়ে ধরতে চাই তোমাকে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত