Homeসাহিত্যফ্যাক্টচেক /চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধরের ভাইরাল ভিডিওটি ভারতের

ফ্যাক্টচেক /চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধরের ভাইরাল ভিডিওটি ভারতের


চাঁদা না দেওয়ায় এক সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতা মারধর করছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, একটি ব্যস্ত রাস্তায় এক যুবক মধ্যবয়সী এক ব্যক্তিকে বেত সদৃশ বস্তু দিয়ে আঘাত করছেন। পাশেই একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে আছে।

Pinaki Bhattacharya Fan Official নামে একটি ফেসবুক গ্রুপে Shakib Ahmed নামে অ্যাকাউন্ট থেকে গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টায় পোস্ট করা ১৭ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চাঁদা না দেওয়ায় সিএনজি ডাইভারকে মা*রছে বিএনপির নেতা।’ (বানান অপরিবর্তিত)

তবে ‘Amar Desh news’ নামে ফেসবুক পেজ থেকে গত ১৮ মে রাত ১০টা ৩১ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘চাঁদা না দেওয়ায় সিএনজি ডাইভারকে মা*রছে পাতি নেতারা।’ (বানান অপরিবর্তিত)

শুক্রবার (২৩ মে) বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ১৪ লাখ বার দেখা হয়েছে এবং ১ হাজার ২০০ রিঅ্যাকশন পড়েছে। এতে ৫টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৮ হাজার ৪০০।

Sagor Ahmad নামে ফেসবুক পেজ থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Thakur Divya Prakash নামে একটি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওর (আর্কাইভ) সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ১৪ ডিসেম্বর প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মারধরকারী ও মারধরের শিকার ব্যক্তি, তাঁদের পোশাক, রাস্তা, সিএনজি অটোরিকশা, আশেপাশের দৃশ্যের মিল রয়েছে।

চাঁদা না দেওয়ায় সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতা মারধর করেছেন দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Thakur Divya Prakash এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

চাঁদা না দেওয়ায় সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতা মারধর করেছেন দাবিতে ছড়ানো ভিডিওর সঙ্গে Thakur Divya Prakash এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ক্যাপশন হিন্দিতে লেখা। এক্সে ইংরেজিতে স্বয়ংক্রিয় ভাষান্তর করে জানা যায়, এটি ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার ভগবানপুর চক নামক স্থানের প্রধান সড়কের একটি অটোস্ট্যান্ডে সংগঠিত ঘটনা। এই প্রধান সড়কের অটোস্ট্যান্ডটি অবৈধ এবং এখানে ৪-৫ জন যুবক এটি দেখাশোনা করে। তাদের একজন বয়স্ক অটো চালককে মারধর করে। যখন যুবকটি মারধর করছিল তখন আশেপাশে অনেক মানুষ থাকা সত্ত্বেও কেউ বাধা দেয়নি।

Thakur Divya Prakash নামে এক্স অ্যাকাউন্টের পোস্টটিতে একই দিনে ভারতের বিহার পুলিশের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে একটি কমেন্ট (আর্কাইভ) করা হয়। এই কমেন্টে বিহার পুলিশ মুজাফফরপুর পুলিশকে মেনশন করে লিখেছে, ‘প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এটি পাঠান।’ ( হিন্দি থেকে বাংলায় অনূদিত)

Thakur Divya Prakash নামে এক্স অ্যাকাউন্টের পোস্টে বিহার পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে করা কমেন্ট। ছবি: স্ক্রিনশট

Thakur Divya Prakash নামে এক্স অ্যাকাউন্টের পোস্টে বিহার পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে করা কমেন্ট। ছবি: স্ক্রিনশট

সিএনজি অটোরিকশার ধরন সম্পর্কে জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ব্যবহৃত ছবির সিএনজি অটোরিকশার সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা সবুজ-হলুদ রঙের সিএনজি অটোরিকশার মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, এমন সিএনজি অটোরিকশা বিহারের মুজাফফারপুরে চলাচল করে।

এনডিটিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এনডিটিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনাস্থল সম্পর্কে আরও নিশ্চিত হতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ গুগল ম্যাপের জিও লোকেশনে খোঁজ করে। এতে ভিডিওটি ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার ভগবানপুর চকের প্রধান সড়কের একটি ফ্লাইওভারে ধারণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

চাঁদা না দেওয়ায় সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতার মারধর করেছেন দাবিতে ছড়ানো ভিডিওর স্থানের সঙ্গে গুগল ম্যাপের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

চাঁদা না দেওয়ায় সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতার মারধর করেছেন দাবিতে ছড়ানো ভিডিওর স্থানের সঙ্গে গুগল ম্যাপের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মো. নবীন নামে ছাত্রদলের সাবেক এক নেতা মো. অন্তর মিয়া নামে এক অটোচালকে মারধর করেছেন, এমন প্রতিবেদন দেশের একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সুতরাং, চাঁদা না দেওয়ায় একজন সিএনজি অটোরিকশা চালককে বিএনপি নেতা মারধর করেছেন দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ডিসেম্বরের মাঝামঝিতে ভারতের বিহার রাজ্যের মুজাফফরপুর জেলার ভগবানপুর চক নামক স্থানের প্রধান সড়কে একটি অবৈধ অটোস্ট্যান্ডে সংঘটিত ঘটনার দৃশ্য।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত