Homeসাহিত্যফ্যাক্টচেক /ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান দাবিতে সংবাদমাধ্যমে পুরোনো ছবি

ফ্যাক্টচেক /ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমান দাবিতে সংবাদমাধ্যমে পুরোনো ছবি


অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এ সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী।

এরই মধ্যে, ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য, দাবিতে একটি ছবি দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে। ছবিতে রাতের বেলা মাটিতে একটি উড়োজাহাজ বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিটি যেসব সংবাদমাধ্যমের প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে, দৈনিক যুগান্তর, চ্যানেল আই, দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাব, আপন দেশ

রিভার্স ইমেজ সার্চে ছবিটি ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের ওয়েবসাইটের একটি প্রতিবেদনে পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২১ সালের ২১ মে প্রকাশিত। এতে ব্যবহৃত ছবির সঙ্গে দেশীয় সংবাদমাধ্যমগুলোতে ব্যবহৃত ছবির মিল পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে ব্যবহৃত উড়োজাহাজের ধ্বংসাবশেষ, পেছনের আলো ও দাঁড়ানো ব্যক্তির মিল রয়েছে।

ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশের গণমাধ্যমে ব্যবহৃত ছবির সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশের গণমাধ্যমে ব্যবহৃত ছবির সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালের ২১ মে ভোরে ভারতের পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গেয়ানা গ্রামে রাতের প্রশিক্ষণ চলাকালীন একটি মিগ-২১ যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় অভিনব চৌধুরী নামে একজন ভারতীয় পাইলট নিহত হন।

ইংরেজিতে প্রকাশিত ভারতীয় জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে ২০২১ সালের ২১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে একই তথ্যে ছবিটি পাওয়া যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সুতরাং, পাকিস্তান সামরিক বাহিনীর ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দাবিতে দেশীয় সংবাদমাধ্যমে ব্যবহৃত ছবিটি পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে ২০২১ সালের ২১ মে ভারতের পাঞ্জাবে প্রশিক্ষণের সময় মিগ-২১ দুর্ঘটনার দৃশ্য এটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত