ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’ এর জন্য এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন কন্নড় ভাষার লেখক বানু মুশতাক। ‘Red Lungi’ গল্পটি দীপা ভাস্তির ইংরেজি অনুবাদে প্রকাশ করেছে প্যারিস রিভিউ।গ্রীষ্মের ছুটিতে মায়েদের কষ্টের যেন শেষ নেই। সব বাচ্চাই তখন বাড়িতে। তারা যদি টিভির সামনে না থাকে, তবে সামনের উঠানে পেয়ারা গাছে উঠে বসে, কিংবা বাড়ির সীমানার দেওয়ালে চড়ে বসে। যদি হঠাৎ পড়ে গিয়ে কারও হাত বা পা ভেঙে… বিস্তারিত