[ad_1]
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি ও কথাশিল্পী সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’। বইটি প্রকাশ করছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন সাদিয়া তারান্নুম। এটি লেখকের পঞ্চম গল্পগ্রন্থ এবং পনেরোতম বই।
‘বিষণ্ন সন্ধ্যা কিংবা বিভ্রম’ বইটিতে মোট ১৩টি গল্প স্থান পেয়েছে।
প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘সালাহ উদ্দিন মাহমুদের গল্প বরাবরই জীবনের কথা বলে। নানাবিধ সংকট উঠে আসে তার লেখনীতে। আশা করি এবারের গল্পগুলোও পাঠকের হৃদয় স্পর্শ করবে।’
বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় কিংবদন্তী পাবলিকেশনের ৭৫-৭৬-৭৭ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
[ad_2]
Source link