[ad_1]
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ইসারায়েল ও আমেরিকার পতাকা পুড়িয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। এসময় তারা গাজায় নিহত শিশুর প্রতীকী লাশ নিয়ে গণহত্যার প্রতিবাদ জানায়। স্লোগান দিতে থাকেন ফ্রী ফ্রী প্যালেস্টাইন।
মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের মধ্যে রয়েছে— বাংলাদেশ ইসলামি নবজাগরণ ফ্রন্ট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ও সমতা পার্টি।
বিক্ষোভ সমাবেশে ইসলামি নবজাগরণ ফ্রন্টের নেতা আসিফ আদনান বলেন, আমেরিকার মদদে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহল যেন ইসরায়েলকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এসময় সংগঠনের অন্য সদস্যরাও বক্তব্য দেন।
বক্তব্য শেষে তারা আমেরিকা ও ইসরায়েলের পতাকা পোড়ানো কর্মসূচি পালন করে। এসময় তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি আরবের বাদশাহ সালমানের মুখোশ পরে ব্যঙ্গ করেন।
ফিলিস্তিনি শিশু ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ বলেন, বিশ্ব মানবতা আর কখন জাগবে, আর কত লাশ ঝড়লে তাদের ঘুম ভাঙবে! আমরা এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাই।
এসময় ইসরায়েলের এসব হত্যাযজ্ঞ বন্ধ করে বিচারের মুখোমুখি যেন দাঁড় করানো হয় সেই দাবিও জানান তিনি।
এদিকে, গাজার শিশুর প্রতীকী লাশ কোলে নিয়ে গণহত্যার প্রতিবাদ জানান সমতা পার্টির যুগ্ম আহ্বায়ক সৌরব হোসেন বিলাল। তিনি বলেন, ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাইকে প্রতিবাদী হতে হবে। আওয়াজ তুলতে হবে আন্তর্জাতিকভাবে।
[ad_2]
Source link