Homeবিনোদনঅ্যাটলির সিনেমায় এবার সুপারহিরো আল্লু অর্জুন

অ্যাটলির সিনেমায় এবার সুপারহিরো আল্লু অর্জুন

[ad_1]

‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। পুষ্পার সাফল্যের ঢেউ আছড়ে পড়েছিল এ দেশেও। এ সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা: দ্য রুল ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি হবেন সুপারহিরো। এবার বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন।

‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। এ খবর আগেই ছড়িয়েছিল। গতকাল অভিনেতার ৪৩তম জন্মদিনে এল অফিশিয়াল ঘোষণা। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২rএ৬’।

গতকাল ভিন্ন উপায়ে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওর প্রথমেই দেখা যায় চেন্নাইয়ে অবস্থিত সান পিকচার্সের কার্যালয়। গাড়ি থেকে নামেন অ্যাটলি ও আল্লু। প্রযোজক কালানিথি মারানের সঙ্গে সিনেমাটি নিয়ে মিটিং করে অভিনেতা ও প্রযোজক উড়াল দেন লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে। সেখানে কয়েকটি অ্যানিমেশন ও ভিএফএক্স স্টুডিও ঘুরে দেখেন তাঁরা। বিভিন্ন মাস্ক ও থ্রিডি মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা যায় তাঁদের। স্টুডিওতে অসংখ্য ক্যামেরার সামনে বসিয়ে আল্লু অর্জুনের চেহারার মাপ নেওয়া হয়। থ্রিডিতে তৈরি করা হয় তাঁর প্রতিরূপ।

এসব কর্মযজ্ঞ দেখে বোঝাই যাচ্ছে, সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে অ্যাটলির নতুন সিনেমাটি। এতে সুপারহিরো হিসেবে থাকবেন আল্লু। এ সিনেমার বেশির ভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এ সিনেমায়। ভিএফএক্স সুপারভাইজার হিসেবে থাকবেন ‘আয়রনম্যান টু’ ও ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস’খ্যাত জেমস মেডিগান।

স্প্রেকট্রাল মোশনের শৈল্পিক পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন মাইক এলিজাল্ড। স্পেশাল মেকআপ ইফেক্টসের কাজটি করবেন অস্কারজয়ী জাস্টিন র‍্যালি। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং’, ‘স্ট্রেঞ্জার থিংস’সহ অনেক সিনেমায় ভিএফএক্সের কাজ করেছেন উইলিয়াম রাইট অ্যান্ডারসন। তিনিও রয়েছেন এ সিনেমার সঙ্গে। ভিডিওতে অ্যাটলির সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তাঁদের।

সান পিকচার্সের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট বলা হচ্ছে এ সিনেমাকে। পিঙ্কভিলা জানিয়েছে, বিশাল বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য শুধু আল্লু অর্জুনই নিচ্ছেন ১৭৫ কোটি রুপি, সঙ্গে ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নিচ্ছেন ১০০ কোটি। এতে আর কারা অভিনয় করবেন সে ঘোষণা আসবে শিগগিরই।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত