Homeপ্রবাসের খবরযৌতুকের মিথ্যা মামলায় বাদীকে সাজা, আসামিকে খালাস

যৌতুকের মিথ্যা মামলায় বাদীকে সাজা, আসামিকে খালাস

[ad_1]

যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় নাছিমা আক্তার (৪৪) নামে এক বাদীকে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ রায় ঘোষণা করেন। রায়ে ওই নারীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে ওই নারীর সাবেক স্বামী এস এম গোলাম মোস্তফাকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার ২০২২ সালে তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। তবে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলেসন্তান জন্ম নেয়। পরে স্বামী বিদেশে গিয়েও স্ত্রীর নামে জমি কিনলেও সে বাড়িতে স্বামীর জায়গা হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর (নালিশি) মামলা করেন, যা আদালত খারিজ করে। পরবর্তীতে তার স্বামী তাকে তালাক দেন।

তালাকের পরই নাছিমা আক্তার তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। পরে আদালত বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এ সাজা দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

এ ইউ/  

[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত