Homeখেলাধুলামেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনহা

মেসির রেকর্ডে ভাগ বসালেন রাফিনহা


চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে বার্সেলোনা মানেই লিওনেল মেসির আধিপত্য। তবে বুধবার রাতে সেই একই মঞ্চে নিজের নাম খোদাই করে ফেললেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। এক গোলের সঙ্গে করলেন দুটি অ্যাসিস্ট—আর তাতেই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৪-০ গোলের দুর্ধর্ষ জয়ে অনন্য ভূমিকা রাখলেন তিনি।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল হান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধেই গোলের খাতা খুলে দেন রাফিনহা। এরপর দ্বিতীয়ার্ধে নিজের নৈপুণ্যে আরও দুটি গোল বানিয়ে দেন সতীর্থদের জন্য। এই তিন অবদানের ফলে চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহার গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৯—যা বার্সার জার্সিতে ইউরোপের মঞ্চে এক মৌসুমে সর্বোচ্চ গোল অবদান।

এই রেকর্ড এতদিন এককভাবে ছিল লিওনেল মেসির দখলে। ২০১১-১২ মৌসুমে মেসি করেছিলেন ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট—মোট ১৯ অবদান। এবার সেই কীর্তিতে রাফিনহা ভাগ বসিয়ে প্রমাণ করে দিলেন, বার্সার জার্সিতে আবারও জন্ম নিচ্ছে এক নতুন রাজপুত্র।

তবে রাফিনহার উজ্জ্বলতার মাঝেও নজর কেড়েছেন রবার্ট লেভানডোভস্কি। নিজের সাবেক দলের বিপক্ষেই জোড়া গোল করেন ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার। এই জোড়া গোলের সুবাদে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪০।

হান্সি ফ্লিকের অধীনে নতুন ছন্দ খুঁজে পাওয়া বার্সেলোনা এবার ঘরোয়া লিগে নামবে লেগানেসের বিপক্ষে। এরপর ১৫ এপ্রিল দ্বিতীয় লেগের জন্য উড়ে যাবে জার্মানিতে। তবে ৪-০ গোলের অ্যাডভান্টেজ নিয়ে দ্বিতীয় লেগে বার্সা যে অনেকটাই এগিয়ে, তা বলাই বাহুল্য।

রাফিনহার এই পারফরম্যান্স শুধু ম্যাচ জেতানোর জন্য নয়, বরং বার্সেলোনার ভবিষ্যৎ আস্থার কেন্দ্রবিন্দু হিসেবেও ইতিমধ্যেই জায়গা করে নিচ্ছেন তিনি। আর যেভাবে এই ব্রাজিলিয়ান তারকা ছন্দে আছেন, তাতে করে আসন্ন ব্যালন ডি’অর দৌড়েও তাকে একটিবার ভাবতেই হচ্ছে ফুটবলবিশ্বকে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত