Homeঅর্থনীতি‘ড্যাপের অচলাবস্থা অর্থনীতির জন্য হুমকি’

‘ড্যাপের অচলাবস্থা অর্থনীতির জন্য হুমকি’

[ad_1]

Ajker Patrika

‘ড্যাপের অচলাবস্থা অর্থনীতির জন্য হুমকি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২০: ৪৯

ছবি

রিহ্যাব কার্যালয়ে রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে গৃহায়ণ ও সংশ্লিষ্ট লিংকেজ শিল্পের প্রতিনিধিদের মতবিনিময় সভা। ছবি: আজকের পত্রিকা

বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) কারণে আবাসন খাতে তৈরি হওয়া স্থবিরতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে উঠছে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিল্প খাতের নেতারা। তাঁরা বলেন, এই অচলাবস্থা অব্যাহত থাকলে কর্মসংস্থান হ্রাস পাবে, বেকারত্ব বাড়বে এবং জিডিপিতে এর নেতিবাচক প্রভাব পড়বে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান। সভায় ২০ টিরও বেশি লিংকেজ প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ড্যাপকে কেন্দ্র করে আবাসন খাতে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘায়িত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যেতে পারে। দ্রুত এ সংকট নিরসনে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের শেখ মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট এম এ ওহাব, বাংলাদেশ ইলেকট্রিক্যাল কেবলস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ঢালি, রেডিমিক্স কংক্রিট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আব্দুল আউয়াল, মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের ইসমাইল হোসেন, বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হোসেন আলমগীর, এলিভেটর এসকালেটর অ্যান্ড লিফট ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদ-উর-রহমান, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জাহেদী হাসান চৌধুরী প্রমুখ।

উপস্থিত ছিলেন রিহ্যাবের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লাবিব বিল্লাহ, রিহ্যাব পরিচালক কামরুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত