Homeদেশের গণমাধ্যমেনিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস, স্কুলশিক্ষার্থীর মৃত্যু 

[ad_1]

ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানে ঢুকে পড়লে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ৪ বাসযাত্রী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী তাসিন উদ্দিন (১৫) উপজেলার সদর ইউনিয়নের মধ্যেম বাশুড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে ফুলগাজী পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়ে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- পরশুরাম উপজেলার বাসিন্দা আম্বিয়া বেগম, একই উপজেলার সাহেব নগরের জয়নাল আবেদীন, ভোলার নাছির উদ্দীন ও দাগনভুঞার বেলাল হোসেন। তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ১০টার দিকে ফুলগাজী কলাবাগান নামক স্থানে এলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

ফুলগাজী থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত