Homeজাতীয়পিএসসির সেই গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

পিএসসির সেই গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের সম্পদ জব্দ

[ad_1]

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির হোতা সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ ক্রোক, গাড়ি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান। দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।

দুদকের আবেদন অনুযায়ী, স্থাবর সম্পদের মধ্যে মানিকগঞ্জের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে সিয়ামের নামে থাকা একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব রয়েছে। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ২৩ লাখ ১ হাজার ৫৯৯ টাকা।

আবেদনে বলা হয়েছে, আসামি সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাঁর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে সিয়ামের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

৭ এপ্রিল দুদকে অভিযোগ থাকায় পিএসসির অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর একটি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ ও দুটি ফ্ল্যাট, একটি ছয়তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।

এর আগে গত ৫ জানুয়ারি অবৈধভাবে ৫ কোটি ৩৭ লাখ টাকার সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও তাঁদের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক।

গত বছর পিএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সৈয়দ আবেদ আলী জীবনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে আলোচনায় আসেন তিনি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত