Homeজাতীয়‘সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে নববর্ষ উদযাপন করছি, এটা আনন্দের’

‘সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে নববর্ষ উদযাপন করছি, এটা আনন্দের’

[ad_1]

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটা খুবই আনন্দের বিষয় যে, সবাই একত্রিত হয়ে, সব জাতি-গোষ্ঠীর মানুষ একসঙ্গে নববর্ষ উদযাপন করছি।

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর রমনা পার্কে বর্ষবরণের উৎসবের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

শফিকুল আলম বলেন, আজ রমনার বটমূলে সবার মিলনমেলা। আমরা সবাই সকাল থেকেই খুব আনন্দে আছি। একটা নতুন বর্ষকে বরণ করছি। আমাদের এবার খুব ইচ্ছা ছিল, সব জাতি-গোষ্ঠী, আমাদের বাংলাদেশে যারা আছেন, পাহাড়ি ভাই-বোন বা সমতলের ভাই-বোন, সবাই মিলে এবারের নববর্ষকে বরণ করবো। তারা বিজু করেছেন, বৈসু করেছেন, সাংগ্রাই করেছেন, আমরা বৈশাখ করছি। একসঙ্গে সবাই মিলে বর্ষবরণ করছি। সকাল ৬টা থেকে খুবই সুন্দর গান হচ্ছে, কবিতা হচ্ছে, খুবই নির্মল পরিবেশ।

তিনি বলেন, আমরা আশা করছি, বাংলাদেশের অশুভ পরিবেশ, জরা দূর হোক; বাংলাদেশ উত্তরোত্তর উন্নত হোক। আমাদের ইচ্ছা ছিল, সমতল ও পাহাড়ের জাতি-গোষ্ঠী সবাই মিলে একসঙ্গে মিলে আনন্দ করবো, আনন্দ ভাগাভাগি করবো। এটা হয়েছে।

নতুন বছরে নিজের প্রত্যাশার জানিয়ে প্রেস সচিব বলেন, নতুন বছরটাও ভালো কাটুক। আমরা যেগুলো পরিকল্পনা করেছি, দেশে আরও কর্মক্ষেত্র তৈরি হোক, বাংলাদেশ বিশ্বের ইকোনমিক হাব হিসেবে তৈরি হোক এবং আমরা আস্তে আস্তে নির্বাচনের প্রস্তুতি নিই, যাতে ভালো একটা নির্বাচন করতে পারি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে, আমরা যেন নির্বাচনটা ভালোভাবে করতে পারি।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত