Homeঅর্থনীতিশেষ হলো কপিকলরব দশম পর্ব

শেষ হলো কপিকলরব দশম পর্ব

[ad_1]

দিন দিন বড় হচ্ছে দেশের বিজ্ঞাপনজগৎ। বিচিত্র যোগাযোগ ম্যাটেরিয়াল তৈরি হচ্ছে বিভিন্ন মাধ্যমে। যাঁরা এসব তৈরি করছেন, তাঁদের দক্ষতা বাড়াতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে কপিশপ। এর একটি হচ্ছে কপিকলরব। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এর দশম আয়োজন।

বাংলাদেশের বিজ্ঞাপন জগতের সেরা ক্রিয়েটিভ লিডারদের একজন ডিজিটাল অ্যাড ফার্ম ‘মাইটি’-এর এজেন্সি হেড অরূপ ইরফান। সম্প্রতি কপিশপের নিয়মিত মেন্টরিং সেশন কপিকলরবে তিনি বিজ্ঞাপনসহ সৃজনশীল শিল্পের বিবিধ বিষয়ে বাংলাদেশ ও বিশ্বের, অতীত ও বর্তমানের, আজ ও আগামীর শঙ্কা এবং সম্ভাবনা নিয়ে আলাপ করেন।

দেশের বিজ্ঞাপন ও কমিউনিকেশন শিল্পের প্রশংসিত প্ল্যাটফর্ম কপিশপের আয়োজনে চলমান কপিকলরব-এর এটি দশম পর্ব। ইতিপূর্বে মোস্তফা সরয়ার ফারুকী, আফজাল হোসেন, গাউসুল আলম শাওন, ত্রপা মজুমদার, তৌফিক মাহমুদ, তানভীর হোসেনসহ বিজ্ঞাপনশিল্প-সংশ্লিষ্ট সফল মানুষেরা কপিশপের এই আয়োজনে আমন্ত্রিত মেন্টর হিসেবে এসেছিলেন। এবারের আয়োজনে উপস্থিত সবাই কপিকলরবের ধারাবাহিকতা অটুট রাখার আহ্বান জানান।

কপিশপের কিউরেটর মুশফিকুর রহমান পাভেল বলেন, ‘প্রায় সব রকম কমিউনিকেশন প্রফেশনালদের সৃজনশীল দক্ষতা বাড়ানো এবং একটি বিজ্ঞাপনী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে কপিশপ কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে দেশের বিজ্ঞাপনশিল্পে অবদান রাখতে আমরা বদ্ধপরিকর।’



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত