[ad_1]
কক্সবাজারের টেকনাফে নিখোঁজের ১০ দিন পর এক ইজিবাইকচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের পশ্চিম উলুচামারি আখির বাপেরঘোনা প্যাডান আলীর পাহাড়ের ওপরে বস্তাবন্দী অর্ধগলিত লাশটি পাওয়া যায়।
নিহত ইজিবাইকচালকের নাম মাহাবুর রহমান (২২)। তিনি হ্নীলা ইউনিয়নের উলুচামারী হামজার ছড়ার মৃত সৈয়দ হোসেনের ছেলে। ৪ এপ্রিল নিজের ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন।
[ad_2]
Source link