Homeখেলাধুলাহঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, কী বের হলো তদন্তে?

হঠাৎ বিসিবিতে দুদকের অভিযান, কী বের হলো তদন্তে?

[ad_1]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে এই অভিযান পরিচালনা করেন দুদকের ঢাকা কার্যালয়ের তিন সদস্যের একটি বিশেষ দল।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, বিসিবির বিভিন্ন লিগের বাছাই ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদকের কর্মকর্তা মাহমুদুল হাসান জানান তাদের এই অভিযান বিভিন্ন ক্রিকেট লিগের দল নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম, অবৈধ লেনদেন এবং দুর্নীতির অভিযোগ পাওয়ায়।

বিশেষ করে ২০২৩ সালের থার্ড ডিভিশন কোয়ালিফায়ার টুর্নামেন্টে বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বছর অংশগ্রহণ ফি ধরা হয়েছিল ৫ লাখ টাকা, অংশ নেয় ২-৩টি দল। কিন্তু এবছর ফি কমিয়ে ১ লাখ টাকা করলে ৬০টি দল আবেদন করে। দুদকের দল বিসিবির অফিস থেকে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছে এবং বিষয়গুলো যাচাই-বাছাই করা হবে বলে জানায়।

এছাড়া, বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়ে অসঙ্গতির বিষয়টিও নজরে এনেছে দুদক। জানা যায়, বিপিএলের তৃতীয় আসর থেকে দশম আসর পর্যন্ত বিসিবি টিকিট বিক্রির মাধ্যমে মোট ১৫ কোটি টাকা আয় দেখিয়েছে। কিন্তু ১১তম আসরে সরাসরি নিজেরা টিকিট বিক্রি করে আয় দেখিয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এত বড় পার্থক্য কীভাবে হলো — সেটাও দুদকের তদন্তের আওতায় রয়েছে।

দুদক জানায়, এই অভিযান শুধু তথ্য সংগ্রহের অংশ। যাচাই-বাছাই শেষে প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত