Homeবিনোদনকী নাচ দেখালেন জয়দীপ আহলাওয়াত!

কী নাচ দেখালেন জয়দীপ আহলাওয়াত!

[ad_1]

বলিউডের জাত অভিনেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম জয়দীপ আহলাওয়াত। তার প্রতিটি চরিত্রই যেন দাগ কেটে যায় দর্শক হৃদয়ে। ‘পাতাল লোক’-এর ‘হাতিরাম চৌধুরী’ থেকে ‘জাদুনাথ মহরাজ’। এক চরিত্র থেকে অন্য চরিত্রের মাঝে জয়দীপ পার্থক্য রেখেছেন আকাশ পাতাল। এমনই একজন অভিনেতাকে দর্শক এবার দেখলেন পার্টি মুডে, ড্যান্স ফ্লোরে। তাতেই চোখ কপালে উঠেছে তার ভক্তদের। তার নাচ নিয়ে করেছেন নানা রকম মন্তব্য। যার জবাবও দিয়েছেন এই অভিনেতা।

‘জুয়েল থিফ’ ওয়েব ফিল্মের টাইটেল গান জাদুতে নাচছেন জয়দীপ আহলাওয়াত। ছবি : সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম এনডিটিভর সূত্র অনুযায়ী, নেটফ্লিক্সের জন্য নির্মিত
‘জুয়েল থিফ’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত। এই ফিল্মের টাইটেল গানে তাকে নাচতে দেখা যায় স্যুট, বুট ও কালো চশমা পড়ে গ্ল্যামারাস লুকে। যা দেখে অবাক হয় তার ভক্তরা। অনেকে আবার একেবারেই মানতে নারাজ, যে এটা জয়দীপ।

‘পাতাল লোক ২’ ওয়েব সিরিজের একটি দৃশ্যে অভিনেতা জয়দীপ। ছবি : সংগৃহীত

এবার ভক্তদের এমন মন্তব্যের জবাব দিলেন তিনি। জানালেন, নাচ দেখে আকাশ থেকে পড়ার কিছু নেই। এমন নাচ তিনি ছোটবেলা থেকেই নেচে আসছেন, কারণ তার বাড়ি ভারতের হরিয়ানা রাজ্যে।

একটি ফটোশুটে অভিনেতা জয়দীপ। ছবি : সংগৃহীত

জয়দীপের এমন নাচ দেখে মিউজিক ভিডিওর নিচে নীলাক্ষী নামে তার এক ভক্ত মন্তব্য করেন, ‘জয়দীপ আহলাওয়াতের নাচ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কী অসাধারণ একজন মানুষ, সে শুধু অসাধারণ অভিনয়ই করেছে না, বরং পুরো স্পটলাইট কেড়ে নিয়েছে।’

জিমি খান নামে আরেকজন লিখেছেন, ‘কী নাচ দেখালেন জয়দীপ স্যার। ভিডিওর পুরো আলোটাই কেড়ে নিলেন তিনি।’

অভিনেতা জয়দীপের নাচের প্রশংসা করে এমন অসংখ্য মন্তব্য দেখা যায় গানের কমেন্ট বক্সে।

‘জুয়েল থিফ’ ওয়েব ফিল্মটি পরিচালনা ও প্রযোজনা করেছেন রবি গ্রেওয়াল। এতে জয়দীপ আহলাওয়াত ছাড়াও অভিনয় করেছেন সাইফ আলী খান ও অভিনেত্রী ও মডেল নিকিতা দত্ত। ওয়েব ফিল্মটি নেটফ্লিক্সে ২৫ এপ্রিল প্রচার হবে।



[ad_2]

Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত